মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪

0
মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানিয়েছে, আটকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​আটকদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here