মুন্সীগঞ্জে রবিবার ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এর আগে সেখান থেকে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা করে।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান খান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. দেওয়ান নিজামউদ্দিন হেলাল প্রমুখ।