মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ৩

0
মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সীমান্ত (২০) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ের শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সে ওই ইউনিয়নের এ আর ক্লিনিক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

এছাড়াও গ্রেফতারকৃতরা হলেন, একই ইউনিয়নের চর মুক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব ( ২৬), মালিপাথর গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে তন্ময় (২৫)। 

সদর থানার তথ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ী আমির সাহেবের খালী জায়গায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির জন্য প্রস্তুতিকালে সীমান্ত, সাকিব, তন্ময়কে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড, ২টি টর্চ লাইটসহ গ্রেফতার করেন।

পুলিশ আরও জানায়, সীমান্তর বিরুদ্ধে সদর থানায় একাধিক চুরি, ছিনতাই ও মাদকসহ সদর থানায় সাতটি মামলা রয়েছে। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদ ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত নামে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here