মুন্সীগঞ্জে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেফতার

0
মুন্সীগঞ্জে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দশ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সৌরভ ঢালী (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলায় এ ঘটনা ঘটে। 

গ্রেফতার সৌরভ ঢালী টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামের মনির ঢালীর ছেলে।

স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, ওই শিশু বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে খাবার কিনে খাওয়ার জন্য টংগিবাড়ী উপজেলার কাজী মার্কেটের সামনে যায়। এ সময় অভিযুক্ত সৌরভ ঢালী নির্যাতনের শিকার শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে টংগিবাড়ী উপজেলা কমপ্লেক্সের ভেতর প্রকল্প বাস্তবায়ন অফিসের টিনশেড গোডাউনের পেছনে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সৌরভ ঢালী তাকে ছেড়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বললে মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here