মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় জেলে দাদন মান শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। পরে শুশুকটি নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে আনলে এটি দেখতে শত শত নারী পুরুষ ভিড় জমায়।
এলাকাবাসী জানান, পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক কে লাফ মারতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পড়ে। শুশুক ধরা পড়ছে শুনে দেখতে আসলাম।