মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক ১

0
মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ রবিন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতাকল রবিবার(১৪ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক রবিন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকার নুর মোহাম্মদ এর ছেলে।

তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার এসআই আব্দুর রহিম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রবিনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here