মুন্সীগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ‘আমার স্কুল, আমার বাগান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
প্রথম দিনে মুন্সীগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।