মুন্সীগঞ্জে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

0
মুন্সীগঞ্জে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ আদালতের চলমান সাতটি মাদক মামলার বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়। আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে ১০ হাজার ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯৬ বোতল ফেন্সিডিল, ১৪৩ ক্যান বিয়ার, ১২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং ১০ হাজার ৫৯ পিস খেলনা টাকা ধ্বংস করা হয়।

মাদক ধ্বংসের সময় ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে, গাঁজা ও খেলনা টাকা আগুনে পুড়িয়ে এবং বিয়ার, ফেন্সিডিল ও বিদেশি মদ দা দিয়ে কুপিয়ে নষ্ট করা হয়।

এসময় সহযোগিতা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান, কোর্ট পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানমসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here