মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘হিজাব না পরায়’ সপ্তম শ্রেণির আট শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষিকা রুনিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই শিক্ষিকাকে বরখাস্তের পাশাপাশি ঘটনাটি তদন্তে সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
চুল কেটে দেওয়ার ঘটনায় প্রথম দিকে ছয়জনের কথা বলা হলেও পরে আরও দুই শিক্ষার্থীর বিদ্যালয় পরিচালনা পর্ষদের কাছে অভিযোগ করেন।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুনিয়া সরকার সপ্তম শ্রেণির আট শিক্ষার্থীর চুল কেটে দেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা ‘ধামা-চাপা দেওয়ার চেষ্টা করেন’ বলেও অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ঘটনাটি তদন্ত করে জড়িত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।