মুন্সীগঞ্জে অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট সিলগালা

0
মুন্সীগঞ্জে অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট সিলগালা

মুন্সীগঞ্জে নানা অভিযোগে ‘দ্যা বার্ন্ট বাইট রেস্টেুরেন্ট’ নামের একটি খাবারের হোটেল সিলগালা করেছে প্রশাসন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকালে সদর উপজেলার মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার ওই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মারজানা আক্তার।

এ সময় রেস্টুরেন্টটির আনুষঙ্গিক কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় সিলগালা করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ও অনিয়ম রোধে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here