মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাছে একটি খাল থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মো. সোহেল মিয়া (২৭)।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া ২ নম্বর ব্রিজের নিচের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত সোহেল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নাগরপাড়া গ্রামের মহল আলীর ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের টেকুরিয়া বনগ্রাম বাজার এলাকায় কামাল মোড়লের বাড়িতে ভাড়া থাকতেন এবং অটোরিকশা চালাতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার পর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার হলেও অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার পর সোহেল মিয়াকে হত্যা করে মরদেহ খালে ফেলে রেখে গেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

