মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ

0

মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ৫০০ শতাধিক কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু। রবিবার মুন্সিগঞ্জ  শহর বিএনপির উদ্যোগে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কম্বল বিতরণ করা হয়। 

প্রথমে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার রনছ গাজীবাড়ি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মোঃ শরীফ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বেপারীর পরিচালনায় এ সময় শহর যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তপন, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জামাল গাজী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক এজিএস সালাউদ্দিন বেপারী, মোঃ আবুল কাসেম গাজী উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে পশ্চিম দেওভোগ, বৈখর ও গনকপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, বিএনপি নেতা কামরুজ্জামান খোকা, ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রমজান সরদার, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ তপু, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here