বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইউপি চেয়ারম্যানের নাম শহীদুজ্জামান জুয়েল সরকার (৫১)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীন মেম্বারের ছেলে ও মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ কোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার পরিবার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। তিনি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেশ কিছুদিন যাবত এলাকাতে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অন্য কোনো রাজনৈতিক মামলা ছিল না। মঙ্গলবার ব্যক্তিগত কাজে মুন্সিগঞ্জ সদরে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, তিনি একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় তিনি জামিনে আছেন। তবে আরও বেশ কয়েকটি ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ সদরে শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।