থানা থেকে ছিনিয়ে নেওয়া মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করা হয়।
পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা দেয়ার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা বলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কারণ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশে আমরা ও আমাদের দল কোনো অন্যায়কে প্রশয় দেবো না।