মুন্সিগঞ্জে প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার

0

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজা জব্দ করেছে উদ্ধার গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার গোয়ালিমান্দ্রা বাজারে এলাকায় অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। এঘটনায় জব্দ করা হয়েছে মাদক চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকারটি।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম গোয়ালিমান্দ্রা বাজারে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ প্যাকেটে রাখা মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here