মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় মাহাকালী মালের বাড়ী স্কুল সংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী দারসে কোরআন পেশ করেন জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আরশাদ আলী ঢালী, মুন্সিগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি মোঃ মজনু দেওয়ান, আধারা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল। রামপাল ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল।
পঞ্চসার ইউনিয়নের আমির মো: শামসুদ্দোহা বিশ্বাসসহ মুন্সিগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।