সম্পত্তি গ্রাস করার অভিপ্রায়ে বাংলাদেশের মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় শুলপুর গ্রামে ৭২ বছর বয়সী চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যা মামলায় নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি আমেরিকান জেনেট রোজারিও (৫২)।
নিউইয়র্কে এফবিআই ৪ এপ্রিল তাকে গ্রেফতার করে।
মামলার (24 CRIM 185) বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন রাতে জেনেট রোজারিও বন্দুকের গুলিতে হত্যা করেন মাইকেল রোজারিওকে। এই হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক আগে ঐ জমি নিয়ে এক সালিশ-বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন জেনেট। হত্যাকাণ্ডের পর স্থানীয় পুলিশ কর্তৃক বন্দুকসহ গ্রেফতার হয়েছিলেন জেনেট। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নয়ন রোজারিও সে সময় গণমাধ্যমে বলেছিলেন, গ্রামের এক খণ্ড জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল আগে থেকেই। সেই বিরোধের নিষ্পত্তির জন্য উভয়ে সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে যে, জেনেটের পাসপোর্ট আটক এবং জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে। এফবিআই বিক্রমপুরে আরও তদন্ত চালাচ্ছে। এরপরই বিচার শুরু হবে। মুন্সিগঞ্জের আদালতে কী হচ্ছে সেটিও নজরে রেখেছে মার্কিন কর্তৃপক্ষ।