মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

0

মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুরে পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহ আলম ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল দেওয়ান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে ইসমাইল দেওয়ান (৪০),  মোল্লা (২৮), সবুজ (৩০) ও মো: ইসমাইল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকার মধ্যে, তবে পলাতক রয়েছে অভিযুক্তরা। এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে পাল্টা হামলায় শাহ-আলম পক্ষের ২ জন নারী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

সংঘাতের ঘটনায় যোগাযোগ করা হলে দুইপক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করে একে অপরকে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here