কুমিল্লার বরুড়া উপজেলায় এক বৃদ্ধ মুদি দোকানিকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন তিনি।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই বুদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
সেলিনা আক্তার বলেন, আমার স্বামীকে কুপিয়ে এবং পিটিয়ে মৃত ভেবে পালিয়ে যাওয়ার সময় ওই সন্ত্রাসীরা দোকাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়েছে। এলাকার এই সন্ত্রাসী পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে খুন করেছে। আমি তাদের বিরুদ্ধে গত ২০ মার্চ থানায় মামলা করেছি । আমি খুনিদের ফাঁসি চাই।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে কুমিল্লা কোতয়ালি মডেল থানার মাধ্যমে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী এরই মধ্যে থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। তবে আসামিরা এলাকা থেকে পলাতক রয়েছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।