সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। তিনিই পাকিস্তানের ইতিহাসে পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী।
এদিকে, মুখ্যমন্ত্রী হতেই তার কাছে বিচার চাইলেরন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির। দেশটির মুলতানে পিএসএল-এর একটি ম্যাচ চলাকালে পরিবারের সদস্যরা দুর্ব্যবহারের শিকার হওয়ায় মুলতানের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে এই অভিযোগ করেন পাকিস্তানের সাবেক এই পেসার। তবে কোন ম্যাচে এ ঘটনা ঘটেছে, সেটি জানাননি তিনি।
আমিরের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মুলতানের ডেপুটি কমিশনারের আচরণের সমালোচনা করেছেন।
পাকিস্তান সুপার লিগে এবার নবম মৌসুম চলছে। করাচি কিংস ছেড়ে এবার কোয়েটা গ্লাডিয়টর্সে খেলছেন ৩১ বছর বয়সী আমির। ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে পিএসএল টেবিলের দুইয়ে কোয়েটা। এই চার ম্যাচেই খেলা আমির এ পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন। এর মধ্যে কোয়েটা প্রথম তিনটি ম্যাচ খেলেছে লাহোরে। মুলতানে গত পরশু মুলতান সুলতানসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি খেলেছে কোয়েটা। ম্যাচটি ১৩ রানে জিতেছে সুলতানস।
২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমির। মাঝের এ সময়ে একাধিকবার তার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেছে। সূত্র: জিও টিভি