এক বছরের বেশি সময় কারাগারে থাকা দুই নারী সাংবাদিককে জামিনে মুক্তি দিয়েছে ইরানের আদালত। তারা হলেন- নিলুফার হামেদি (৩১) ও এলাহেহ মোহাম্মদী (৩৬)।
দেশটির কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর খবর প্রচার করায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
ইরানের কঠোর ইসলামি পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে নীতি পুলিশের হাতে গ্রেফতার হন মাসা আমিনি। ১৬ সেপ্টেম্বর তিনি পুলিশি হেফাজতে মারা যান। তার মৃত্যুর জেরে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
তবে ইরানের কর্তৃপক্ষ দাবি করে, আগে থেকে বিদ্যমান শারীরিক অসুস্থতার কারণে মাসা আমিনির মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি