মুক্তির ৪ মাস আগে জেল পালিয়ে ৪০ বছরের সাজার মুখে যুবক

0

ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিসিসিপির। সেকানে আদালতের রায়ে কয়েক বছর ধরে কারাভোগ করছিলেন ২১ বছরের এক তরুণ শুনেকন্ড্রিক হাফম্যান। আর মাত্র চার মাস পরেই মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগে জেল পালিয়ে ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তো হলো শুনেকন্ড্রিকে। কারামুক্তির ৪ মাস আগে জেল পালানোর অপরাধে তাকে ৪০ বছরের সাজা দিয়েছেন আদালত। খবর স্কাই নিউজের

জানা গেছে, ২০২২ সালের আগস্ট মাসে সেন্ট্রাল মিসিসিপি কারেকশনাল ফ্যাসিলিটি থেকে পালিয়েছিলেন কৃষ্ণাঙ্গ ওই  তরুণ শুনেকন্ড্রিক হাফম্যান। এরপর কাছাকাছি একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করেন। তারপর তাদের একজনের গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছুদূর গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন হাফম্যান। এরপর গাড়ি ফেলে দৌড়াতে শুরু করেন।

গত সোমবার র‌্যাঙ্কিন কাউন্টির জেলা অ্যাটর্নি বুব্বা ব্রামলেট জানিয়েছেন, শুনেকন্ড্রিক হাফম্যান অপহরণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন সার্কিট আদালতের বিচারক। ফলে, পরেরবার যখন মুক্ত বাতাসে বের হবেন হাফম্যান, তখন তার বয়স হবে ষাটেরও বেশি। তবে তিনি মুক্তির মাত্র চার মাস আগে কেন পালানোর চেষ্টা করলেন, তা স্পষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here