মুক্তির আগেই ধামাকা দেখাচ্ছে দক্ষিণ ভারতের সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগেই সিনেমাটি আয় করে ফেলেছে কয়েকশ’ কোটি টাকা।
মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই ছবিতে রামের ভূমিকায় হাজির হচ্ছেন প্রভাস। দেবী জানকির ভূমিকায় কৃতি শ্যাননকে। ছবিটি ১৬ জুন মুক্তি পাবে।
ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ‘আদিপুরুষ’ ২৪৭ কোটি রুপি আয় করেছে স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস, ডিজিটাল রাইটসসহ নানা সোর্সে।
শুধু তেলেগু থিয়েট্রিকাল রাইটস থেকে ছবিটি আয় করেছে ১৮৫ কোটি।