বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষক মুন্সী আব্দুল ওয়াদুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। তিনি শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ, খুলনার সরকারি এমএম সিটি কলেজ এবং কুষ্টিয়া সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন।
তার জীবদ্দশায় তিনি বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রশ্ননির্ধারক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষার প্রধান পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মুন্সী আব্দুল ওয়াদুদকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের চর মৌকুড়ি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।