মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রামাণ্যচিত্র ‌‘দ্য স্ক্র্যাপ’

0

মুক্তিযুদ্ধ জাদুঘরে চলমান আটদিনের বিজয় উৎসবের তৃতীয় দিনে সোমবার প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ‘দ্য স্ক্র্যাপ’। এটি নির্মাণ করেছেন মাসউদুর রহমান।

ইলিশের বাড়িখ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর চাঁদপুরের অকুতোভয় নৌ কমান্ডোরা পাকিস্তানি যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দিয়ে জাতির মুক্তির ইতিহাসে গৌরবান্বিত অধ্যায়ের সৃষ্টি করে। পদ্মা-মেঘনা-ডাকাতিয়া তিন নদীর মোহনায় এসে দেশমাতৃকার টানে নৌ কমান্ডোরা নিজেদের বীরত্বের যে বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, সেই চিত্র ক্যামেরার ফ্রেমে শৈল্পিকভাবে তুলে ধরেছেন নির্মাতা মাসউদুর রহমান।

১৬ ডিসেম্বর শেষ হবে আটদিনের এই বিজয় উৎসব। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনের পাশাপাশি ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে চলবে এই উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here