মুক্তিযুদ্ধের বিরোধিতা দেশপ্রেমের নিদর্শন নয় : আ স ম রব

0

জামায়াতে ইসলামীকে পরীক্ষিত দেশপ্রেমিকশক্তি বলে আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি প্রদান করে এর প্রতিবাদ জানান আ স ম রব।

বিবৃতিতে আ স ম রব বলেন, ‘১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়। এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক।

উল্লেখ্য, অন্যদের বীরত্ব লড়াই সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি প্রত্যক্ষ করেছে। এক জাতি এক নেতা এক দেশ-অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি। এবারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সকল পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়ে বিবৃতিতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here