গোপালগঞ্জের মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার, এস আই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় ১’শ পিচ ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী ওয়াসিম শিকদার এবং বরিশাল জেলার কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা।