‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে’ গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিসংখ্যান ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। এসময় উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মোট ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আজিমুল ইসলাম। অনুষ্ঠানে ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।