গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় বিএনপির উদ্যোগে পুরাতন ভূমি অফিস প্রাঙ্গণে এ জানাজা আয়োজন করা হয়।
জানাজায় সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করে তার আত্মার শান্তি কামনা করেন।
সমাজসেবী হিসেবে পরিচিত স্থানীয় দেলোয়ার হোসেন বলেন, ‘দেশনেত্রীর অবদান বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয়। আমরা তার শান্তি কামনায় প্রার্থনা করেছি।’
স্থানীয়রা জানান, এটি কেবল ধর্মীয় কার্যক্রম নয় বরং একজন নেতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সংহতির প্রকাশ।

