মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবারকে সহায়তা

0

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন, নগদ টাকা, চাল ও শুকনা খাবারের প্যাকেট তুলে দেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, মুকসুদপুর উপজেলার উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক, সরকারি কমিশনার রন্টি দাস, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতি ৩০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা বিতরণ করা হয়। শনিবার ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মধ্যে ঢেউটিন, নতুন ঘর নির্মাণ ও মেরামত বাবদ নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সব সময় জেলা প্রশাসন আছে বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here