মিষ্টি পানের মহেশখালীতে হবে পানের ভাস্কর্য

0

মিষ্টি পানের জন্য বিখ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর সৌন্দর্য বাড়াতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মহেশখালী গোরকঘাটা জেটি ঘাট সংলগ্ন এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান কমোডর (অব) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘গোরক ঘাটা জেটি ঘাটে বসার কোনো ব্যবস্থা না থাকায় অনেক সমস্যা হচ্ছে, নামাজের এবং পাবলিক টয়লেটের কোনো ব্যবস্থা নেই। কউক চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের কষ্ট অনুভব করে এমন উদ্যোগের জন্য মহেশখালীর জনগণের পক্ষে সাধুবাদ জানাই।’

সভায় মহেশখালী আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা, জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, কউক সদস্য প্রকৌশল লে. কর্নেল মোহাম্মদ খিজির খান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here