মিশ্রার ১৭ বছর পর স্টার্ক

0

পাওয়ার প্লেতে সাত বলের মধ্যে নিলেন তিনটি উইকেট। ডেথ ওভারে তিন বলের মধ্যে ধরলেন আরও দুই শিকার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেয়ে গেলেন মিচেল স্টার্ক। ফুরাল দিল্লির একটি অপেক্ষাও।

দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রবিবার ৩.৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। আইপিএলের অষ্টাদশ আসরে এই প্রথম পাঁচ উইকেট পেলেন কোনো ক্রিকেটার। সব আসর মিলিয়ে দিল্লির দ্বিতীয় বোলার হিসেবে এই স্বাদ পেলেন স্টার্ক।

সেই ২০০৮ সালে প্রথম আসরে তখনকার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ডেকান চার্জার্সের বিপক্ষে ১৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রা।

১৪৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে স্টার্কের আগের সেরা বোলিং ছিল ১৫ রানে ৪ উইকেট, আইপিএলেই ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।

ভিশাখাপাত্তানামে টস জিতে ব্যাটিং নেয় হায়দরাবাদ। ম্যাচের প্রথম ওভারে দুটি বাউন্ডারিতে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি স্টার্ক। অবশ্য এই ওভারে ভিপরাজ নিগামের সরাসরি থ্রোয়ে রান আউট হন অভিশেক শার্মা।

পরের ওভারে দুই শিকার ধরেন স্টার্ক। ইশান কিষান ও নিতিশ কুমার রেড্ডিকে বিদায় করে দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। এই ওভারে তিনি দেন ৯ রান।

টানা তৃতীয় ওভারে বোলিংয়ে এসে এবার প্রথম বলেই ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন স্টার্ক। স্বীকৃত ক্রিকেটে ৮ ম্যাচে ৬ বার স্বদেশের এই ব্যাটসম্যানকে আউট করলেন তিনি।

পাওয়ার প্লেতে তিন ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন স্টার্ক। আবার তিনি বোলিং পান ১৯তম ওভারে। এবার দ্বিতীয় ও চতুর্থ বলে হার্শাল প্যাটেল ও ভিয়ান মুল্ডারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি ১৬৩ রানে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে দেন ৩৫ বছর বয়সী বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here