মিশরের পিরামিডে মিলল গোপন করিডর

0

মিশরের সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজার প্রবেশপথের কাছে একটি গোপন করিডরের সন্ধান পাওয়া গেছে। দেশটির প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করেছেন। 

গ্রেট পিরামিড অব গিজা হলো প্রাচীন বিশ্বের সবশেষ সপ্তাশ্চর্য, যা এখনও টিকে আছে। আবিষ্কৃত করিডরে দৈর্ঘ্য ৩০ ফুট (৯ মিটার)। ধারণা করা হচ্ছে, পিরামিডটির ভর বহনের জন্য অসমাপ্ত এই করিডর নির্মাণ করা হয়েছিল। 

মিশরের পুরাকীর্তিবিষয়ক পর্যটন মন্ত্রণালয়ের স্ক্যান পিরামিডস প্রকল্পের গবেষকেরা সেখানে করিডরটির সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীরা প্রথমে রাডার ও আলট্রাসাউন্ড ব্যবহার করে করিডরটির অবস্থান শনাক্ত করেন। এরপর পিরামিডের পাথরগুলোর ক্ষুদ্র সংযোগস্থলের মধ্য দিয়ে জাপানের ৬ এমএম পুরু এন্ডোস্কোপের মাধ্যমে ছবি তোলা হয়।

পিরামিডের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে মিশর সরকারের পুরাকীর্তিবিষয়ক বিভাগের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, পিরামিডটিতে গবেষণার কাজ চলবে। এর তলদেশে কিংবা শেষ ভাগে কী আছে তা অনুসন্ধান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here