মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’-এর কমিটি গঠিত হয়েছে। এবারের কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম ফখরুল ইসলাম। এছাড়াও মো. সাইফুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট এবং নূর হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) ২০২৪/২৫ সেশনের এ কমিটি তথা কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে বেশ কয়েকবার সংগঠনটি বিভিন্ন গ্রুপ কেন্দ্রিক জটিলতায় আটকে যায় কমিটি তথা কাউন্সিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হলো।
আল আযহার ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মিশরে বর্তমানে প্রায় তিন হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর বসবাস। যারা উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশ থেকে সূদুর মিশরে পাড়ি জমিয়েছেন সেই সব শিক্ষার্থীদের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সেখানে ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর নামে একটি অরাজনৈতিক সংগঠন। যাকে সংক্ষেপে তারা ‘ইত্তিহাদ’ নামে ডাকে।
এই স্টুডেন্ট কাউন্সিল সাধারণত আল আযহারসহ সকল অফিয়াল কার্যক্রম পরিচালনার পাশাপাশি, বাংলাদেশ দূতাবাস কায়রো মিশরের পাশে থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কাজ ও সেবা প্রদান করে থাকে। শিক্ষার্থীদের যে কোনো অফিসিয়াল ঝটিলতা, আইনি সমস্যায় ছুটে যায় ইত্তিহাদ। শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ট্যুর, সাংস্কৃতিক আয়োজনে খেলাধুলা, রমজানে ইফতার প্রোগ্রাম ও কোরবানিসহ বিভিন্ন কার্যক্রম চালায় এ সংগঠনটি।
দেশের নাম উজ্জ্বল করতে অবদান রাখা প্রতিটি শিক্ষার্থী বিভিন্নভাবে কাজ করে। ইতোপূর্বে আল আযহারে পড়তে আসা বিশ্বের প্রায় ১৩০টি দেশের শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরা বেশ কয়েকবার সেরা ফলাফল করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে, যা বাংলাদেশের জন্য গর্বের। সম্প্রতি ডি-এইট সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস যখন মিশরে যান, সেখানেও তিনি শিক্ষার্থীদের এমন উচ্চ প্রশংসা শুনতে পান মিশরের বিভিন্ন সরকারি মহল থেকে। এবং ড. ইউনূস আল আযহার বিশ্ববিদ্যালয়ে এক ঐতিহাসিক ভাষণ দেন, যা বাংলাদেশ দূতাবাস কায়রোর পাশাপাশি সার্বিক ম্যানেজমেন্ট ও আয়োজকের ভূমিকায় ছিলো বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন।