গাজা উপত্যকার জলসীমায় প্রবেশের অভিযোগে মিশরের একটি নৌযান লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ইসরায়েলি নৌবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় হিব্রু ভাষার গণমাধ্যম চ্যানেল ১৩-এর এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিশরীয় যুদ্ধজাহাজটি গাজার এমন জলসীমায় প্রবেশ করেছিল যাকে ইসরায়েল নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করে। ঘটনার পরপরই ইসরায়েলি নৌবাহিনী জাহাজটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায়।
চ্যানেল ১৩ আরও জানিয়েছে, জাহাজটি সিনাই উপদ্বীপ থেকে রওনা হয়ে ইসরায়েলি নৌ-অবরোধের আওতাভুক্ত এলাকায় প্রবেশ করে। ইসরায়েলি রাডারে জাহাজটির গতিবিধি শনাক্ত হওয়ার পরপরই আশদোদ নৌঘাঁটি থেকে ইসরায়েলি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়।
ইসরায়েলি সেনারা প্রথমে জাহাজটিকে মিশরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও সেটি গাজার দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে ইসরায়েলি জাহাজগুলো থেকে সতর্কতামূলক গুলি করা হলে মিশরীয় নৌযানটি দিক পরিবর্তন করে এবং নিজ দেশের জলসীমায় ফিরে যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মিশর দায় স্বীকার করেছে। ইসরায়েলি নৌ-অবরোধ লঙ্ঘনের জেরে উদ্ভূত এই উত্তেজনাপূর্ণ ঘটনার পর সমুদ্রসীমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সূত্র: মিডলইস্ট মনিটর

