মিল্টনের আশ্রম থেকে উদ্ধার নিখোঁজ সেলিম, পেটে অস্ত্রোপচারের দাগ

0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সেলিম মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রম থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার পেটে অস্ত্রোপচারের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এতে তার পরিবারের সদস্যরা মনে করছেন, অস্ত্রোপচার করে সেলিমের কিডনি নিয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য তাকে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সেলিম উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

তারপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ তার সন্ধানে ঢাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে থানা পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সেলিমের মা রাবিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের কিডনি নিয়ে গেছে ওই আশ্রয়দাতারা। এসময় মা সন্তান সেলিমের কাপড় উঁচিয়ে পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন দেখান।

এদিকে, মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে সেলিমের কিডনি খুলে নেওয়া হয়েছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেলিমের বাড়িতে ভিড় জমান সাধারণ মানুষ। খবর পেয়ে শুক্রবার বিকালে সেলিমের বাড়িতে যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান জানান, পরীক্ষার পর এ ব্যাপারে বোঝা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here