মির্জাপুরে বন বিভাগের সাড়ে ৭ একর জমি দখলমুক্ত

0
মির্জাপুরে বন বিভাগের সাড়ে ৭ একর জমি দখলমুক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের প্রায় সাড়ে ৭ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিট এলাকার তেলিনা মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরে দখলমুক্ত জমিতে বন বিভাগ প্রায় চার হাজার শাল গজারি ছাড়াও দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করে।

এ সময় বন বিভাগ টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ, বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার মো. শাহিনুর রহমান, মির্জাপুর ক্যাম্পের সেনা সদস্য, পুলিশ সদস্য, বিট অফিসার ও বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন যাবৎ বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিটের তেলিনা মৌজার সিএস ২২৯ ও ২৩৪ নম্বর দাগের প্রায় সাড়ে ৭ একর জমি অবৈধভাবে দখলে রাখেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই জমি অবৈধ দখলমুক্ত করেন। সেই সাথে দখলমুক্ত জমিতে শাল গজারি ছাড়াও দেশীয় প্রজাতির চার হাজার গাছের চারা রোপণ করা হয় বলে বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার মো. শাহিনুর রহমান জানিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও এবিএম আরিফুল ইসলাম জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here