টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই গ্রামের হাজী মনিরের বাড়ির ঘরের দরজা ভেঙে ৫ কেবির একটি এবং ওই বাড়ির দক্ষিণ পাশে স্থাপিত ২৫ কেবির অপর একটি ট্রান্সফরমার চোররা নিয়ে গেছে। এতে ওই গ্রামের আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে।