টাঙ্গাইলের মির্জাপুরে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। টাঙ্গাইল সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
এ ঘটনায় সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়। আহত গুল রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গুল রায়হান উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদ সংলগ্ন আতোয়ার রহমানের বাড়ির পাঁচ তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া বেপারীপাড়ার আজাহার হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৩০)।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী সোলাইমান হোসেন প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানান। এতে বাড়ির মালিক সোলাইমানকে বাড়ি ছাড়ার তাগিদ দিলে গত ৩১ ডিসেম্বর তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন। বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের হাত রয়েছে, এই সন্দেহে গত ২ জানুয়ারি দুপুরে ফোন করে সোলাইমান তাকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডের পূর্বপাশে ব্রিজের কাছে নিয়ে যান।
পরে সেখানে সোলাইমান ও তার এক সহযোগী মিলে গুল রায়হানের উপর হামলা চালান। হামলাকারী সোলাইমান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে। আসামিদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।