মিরাজের জোড়া আঘাতের পর আইরিশদের প্রতিরোধ

0
মিরাজের জোড়া আঘাতের পর আইরিশদের প্রতিরোধ

বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে ৬৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে আয়ারল্যান্ড। প্রথম সেশনে আয়ারল্যান্ডের ব্যাটাররা দাপট দেখানোর পর দ্বিতীয় সেশনে রাজত্ব করেছেন বাংলাদেশের বোলাররা।   

১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। লাঞ্চের পর ফিরে তৃতীয় বলেই আউট হয়েছেন ফিফটি হাঁকানো পল স্টার্লিং। তাকে ফেরান সেই নাহিদ রানা। এর আগে দুইবার রানার বলে জীবন পেয়েছিলেন স্টার্লিং। ৭৬ বলে ৬০ রান করে দলের ৯৬ রানের মাথাতে বিদায় নিয়েছেন পল স্টার্লিং।

পরের ওভারে হ্যারি টেক্টরকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান টেক্টর। টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

টিকে থাকা ওপেনার ক্যাডে কারমাইকেল প্রতিরোধ গড়েছেন। ৬ষ্ঠ আইরিশ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে ফিফটিও হাঁকিয়েছেন। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছেন কারমাইকেল। তবে ফিফটির পরেই থেমেছেন তিনি। ১২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলের ১৫০ রানের মাথাতে থামেন কারমাইকেল, তাকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

সেশনের শেষ দিকে কার্টিস ক্যাম্ফার এবং লরকান টাকার জুটি বাঁধেন। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। ধৈর্য ধরে খেলে গেছেন। অযথা ঝুঁকি নিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেননি। ৫৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে চা বিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। ৭১ বলে ৩৫ রান করে টিকে আছেন ক্যাম্ফার। ৫০ বলে ২২ রান করে অপরাজিত আছেন টাকার। 

বাংলাদেশের হয়ে ২ উইকেট তুলেছেন মেহেদী হাসান মিরাজ। ১টি করে উইকেট শিকার করেছেন নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

বিডি-প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here