এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার মেহেদী হাসান মিরাজ নাসিম শাহর শিকার হয়ে ফিরেছেন শূন্য রানে।
লাহোরে চলতি এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো ওপেন করতে নেমে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন মিরাজ। এর আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই অলরাউন্ডার। একই স্টেডিয়ামে বল হাতে উইকেট নিয়েও হয়েছিলেন ম্যাচ সেরা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল।