মিরপুর টেস্ট নিয়ে যা বললেন মিরাজ

0

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ঘিরে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। মিরপুরে সেই প্রস্তুতি সম্পর্কেই জানালেন দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেছেন, ‌‌‘আধুনিক ক্রিকেটে এখন সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেটও কিন্তু এখন বিশ্বে যেমন চলছে, আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছে সবাই। তো অবশ্যই আমরাও চেষ্টা করব।’ 

মিরাজের মতে, উইকেটেও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তিনি বলেছেন, ‘কীভাবে উইকেট পড়ছে এবং বোলার কীরকম বল করছে। দিন শেষে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি, নিজেদের মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ।’ 

পরিস্থিতি বিবেচনায় খেলার ধরন বহাল রাখতে চান মিরাজ। বলেছেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট বলতে, টেস্ট ক্রিকেট অবশ্যই টেস্ট ক্রিকেটের মতোই খেলব। যদি নির্দিষ্ট কোনো ক্রিকেটারের কাছে মনে হয় যে, আমি আক্রমণাত্মক ক্রিকেট খেললে আমার জন্য ভালো। সেটা একেকজন ক্রিকেটারের নিজের পরিকল্পনা যে সে কীভাবে কী করবে। সেটা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here