বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তবে মাঝারি সেই পুঁজি সিলেট টাইটান্সের জন্য পাহাড়সম করে তোলেন শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। নতুন বলে আগুন ঝরানো বোলিং আর শেষে ফিরে এসে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরানোর সুবাদে দারুণ এক জয়ে বিপিএলের ফাইনালে উঠে যায় রাজশাহী।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স তোলে ১৬৫ রান। জবাবে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে থামে ১৫৩ রানে। রান ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন বিনুরা।
ইনিংসের শুরুতেই তিনি তুলে নেন জাকির হাসান ও আরিফুল ইসলামকে। মাত্র ৭ রানের মধ্যেই সিলেটের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁহাতি পেসার। প্রথম দুই ওভার শেষে তার বোলিং ফিগার ছিল—২ ওভারে ৩ রান, ২ উইকেট।
এরপর ইনিংসের ১৮তম ওভারে আবার আক্রমণে ফিরে আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন বিনুরা। তার শিকার হন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। শেষ ওভারে ২৪ রান রক্ষার চাপে পড়লেও একটি চার ও একটি ছক্কা হজম করেন তিনি। তবু পুরো ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায়ক বনে যান এই শ্রীলঙ্কান।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও ওঠে বিনুরার হাতেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরপুরের উইকেট নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি। হাসিমুখে বলেন, ‘এই উইকেটটা আমার খুবই ভালো লেগেছে। যদি পারতাম, তাহলে উইকেটটা প্যাক করে শ্রীলঙ্কায় নিয়ে যেতাম।’

