মিয়ানমারে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের কাচিন রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির মাইতকিনা শহর থেকে ১২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।