মিয়ানমারে ভূমিকম্প : নিহত ২ হাজার ছাড়াল

0

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির শাসক সামরিক জান্তা জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ৫৬ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

এছাড়া আহত হয়েছেন তিন হাজার ৯০০ জনেরও বেশি মানুষ। পাশাপাশি ২৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে ভূমিকম্পের পর থেকে থাইল্যান্ডে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। গত শুক্রবার মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এ সময় অন্তত ৫০টি মসজিদ ধসে শত শত মুসল্লির করুণ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী।

মিয়ানমারের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষ চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং রাশিয়া দেশটিতে ত্রাণ সামগ্রীসহ সহায়তা দল পাঠিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার আঘাত হানা মিয়ানমারের এই ভূমিকম্পকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। সংস্থাটির মতে, দেশটির আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here