মিয়ানমারে দখল নেওয়া শহরে বিদ্রোহীদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা চালু

0

মিয়ানমারে দেশটির জান্তা সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমেই নিজেদের শক্তির জানান দিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীরা। এরই মধ্যে দেশটির শান রাজ্যে দুটি শহর দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি (ইউডব্লিউএসপি)। এমনকি দখলে শান রাজ্যের হোপাং শহরে চলতি মাসের শুরুর দিকে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে গোষ্ঠীটি। 

জানা গেছে, ইউডব্লিউএসএ হচ্ছে মিয়ানমারের সবচেয়ে প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী, তারা ইউনসাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) রাজনৈতিক শাখা। গোষ্ঠীটি ওয়া সেলফ–অ্যাডমিনিস্টার্ড ডিভিশনের (ওয়া স্বায়ত্তশাসিত বিভাগ) আওতাধীন অঞ্চলে ‘ওয়া স্টেট পিপলস গভর্নমেন্ট’ চালু করেছে।

দ্য ইরাবতীর প্রতিবেদন মতে, চীন সীমান্তবর্তী শান রাজ্যভিত্তিক গোষ্ঠীটির নেতারা বলেছেন, একনায়কতন্ত্রের অবসান না হওয়া পর্যন্ত এবং মিয়ানমারের সকল জনগণের জন্য একটি ফেডারেল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তাদের যোদ্ধারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here