সম্প্রতি মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবাহিনী ও জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) মধ্যে লড়াই তীব্র হয়ে উঠছে। এরই পরিপ্রেক্ষিতে জান্তাবাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির সাগাইং অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সেনারা গত শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে ১১ জন বেসামরিক নাগরিক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে।
তারা জানান, নিহতদের মধ্যে ছয়জনই পিডিএফ যোদ্ধা এবং বাকি আটজনই সাধারণ জনগণ। গ্রামের বিভিন্ন জায়গায় তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তাদের অধিকাংশকেই হয় গুলি করে, নয়তো গলা কেটে হত্যা করা হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির জান্তাবাহিনী। এরপর থেকেই ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন শুরু হয়। যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে।