মিয়ানমারের মধ্যাঞ্চলের উত্তর ও দক্ষিণে বিশেষ করে মাদায়া ও মাইনজিয়ান শহরে শুরু হওয়া গেরিলা হামলায় জান্তা পোস্টলক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ বাহিনী।
স্থানীয় গেরিলা যোদ্ধাদের ভাষ্য মতে, মান্দালয় অঞ্চলের পশ্চিম মাদায়া টাউনশিপে অবস্থিত গ্রামটিতে বেশ কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দেয় সেনাবাহিনী। প্রতিরোধ মূলক হামলার পর জান্তা সৈন্যরা এই প্রতিশোধ হিসেবে এটা করে।