মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

0
মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের “লাল কাইন্দা” নামক স্থানে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে তুমব্রু পশ্চিমকুল সীমান্ত পিলার ৩৩–৩৪ এর মধ্যবর্তী “লাল কাইন্দা” এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম ইউনুছ (২৫)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এবং এজাহার হোসেনের ছেলে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, ওই স্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়।বিস্ফোরণের স্থান সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় চিৎকার শুনে এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু চোরাকারবারি দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের সময় আরাকান আর্মি কর্তৃক নির্দেশিত পথ না মেনে অন্য রুটে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here