ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের প্রায় ২৮টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শুক্রবার ৬৭ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এখনো প্রায় ৩০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যে এটি জানা যায়।
ক্ষতিগ্রস্ত এলাকার সকল ৩৩ কেভি ফিডার ও ৩৩/১১কেভি উপকেন্দ্র সচল রয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।